বেশ বেশ বেশ
দিয়ে যাও হিত উপদেশ
যা সবাই জানে
কিন্তু দেখো কয় জন মানে?
উপদেশে উপদেশে
মুখে তোলে ফেনা
কাজের কাজ কিছুই করে না!
এই হলে সেই হবে
মানবতা জেগে যাবে
নিজের ভাগে যবে পড়ে যায় কম
অমনি চেঁচিয়ে বলে কই চমচম?
দিন শেষে বক্তা
ভাঙা এক তক্তা
নৌকা বানালেও হয়ে যায় ফুঁটো
লাগে না কাজে তারে
থাকলে অনাহারে
দুই হাত করে চুরি শুধু দুই মুঠো !!?
পেট খালি হলে গাঁধা
মানবতা কি যায় সাধা?
ক্ষুধার্তের গালি দাদা-
”ভাত দে হারামজাদা!”