পরনে পোষাক তার মানবতার মায়াবতি ধবধবে সাদা
ভেতরে কূটচাল ধর্ম বিরোধী এক জঘন্য হারামজাদা !
কথায় প্রগতি জ্ঞান বিজ্ঞান কিন্তু ভেতরে রমরমা
কদাকার কুলিন কিম্ভূতকিমাকার নাই তোর ক্ষমা ।
লাভ নাই অধর্ম বিক্রি করা লেবাসধারী যত পশু
ধর্মের জয় চিরদিন হয় জেনে রাখ গোপাল বসু!