গোপাল কাকু মুক্তি চায়
ফাঁদ পাতে তার যুক্তিটায়
দাঁত পিষে সে কড়মড়ায়
ধর্ম নাকি চড়চড়ায়!!
ঘা হয়েছে তার পাছায়
পাছার পোকা তাই নাচায়!
ধর্ম পোড়ে যেই খাঁচায়
খাাঁচা খোঁজে সেই চাচায়
জানি না তা কি হাাঁচায়?
তারেই মারে যে বাঁচায়!!
নিত্য দিনে পাড়ছে ফাল
গোঁ ধরা এক গো গোপাল!!