সত্য চিরদিন সত্যেই থাকে
অধার্মিক যত চেষ্টাই করুক!
গিডিয়ন লেভি এক ইসরাইলি সাংবাদিক
কি লেখে অবিশ্বাসীরা পড়ুক!

অধর্ম বানরের জাত
ধর্মকে ছোট করতে যারা সদা মাত
তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো
ধার্মিক কোনদিন হতে পারে না অকস্মাৎ
কোন অত্যাচারী, ভন্ড, অমানবিক হতে
পারে না কোন সত্যে ধর্মের হাত;

পরম শত্রুকেও ধার্মিক করে না আঘাত
বিনা কারণে - করে না কোন রক্তপাত!
হাতের মুঠোয় পেয়েও নারী বন্দীদের ”হামাস”
যাদের করেছিল প্রচার নাৎসি জঙ্গি আর ত্রাস
প্রচার করেছিল মিথ্যা বারো মাস!!
সারা বিশ্ব বিস্ময়ে দেখলো কি অবাক!!!

বন্দীর সাথে ধর্ম করে কেমন আচার
সেই ধর্মের বিরুদ্ধে যে নাস্তিকের মিথ্যচার
যেন নিভে গেলো নিমিষে শুধু সত্যের এক ফুৎকার!!