কী আশ্চর্য মানবতাবাদ!
কী আশ্চর্য উদারতাবাদ!!
ধর্মের বিরুদ্ধে লেগে আছে
না খেয়ে না পড়ে
কী আশ্চর্য বিষম নেশার ঘোরে!
ওরা ভাবে মরে গেলেই তো শেষ
তাই ভোগবাদে আস্থা রেখেছে বেশ!!
যদিও ওদের সবাই কমবেশি ধরেছে ছদ্মবেশ
লাগিয়ে রেখেছে ভালো মানুষের কৃত্তিম কিছু কেশ!
যখনি ওদের পিঠে দাগে সত্যের কোন তোপ
মিউ মিউ করে ওঠে নাড়ায় তাদের বাঁকানো গোঁফ!!

কী আশ্চর্য ওদের মানবতাবাদ!
প্রতিদিন মারে অবুঝ শিশু নারীও যায় না বাদ!
তারাই দেখায় উদারবাদের বিষম সে আহ্লাদ!
কলম পিষে বের করে আনে রক্তমাখা তেল
সাম্রাজ্যবাদীর সুখতলা চেটে বাড়ায় অস্ত্র সেল!!
আমরাও বুঝি মিথ্যা বেসাতির চটকদারী খেল
উপরে তোদের ফিটফাট জানি ভেতরে কিসের বিষ
বুশ হালাকু-ট্রাম্প-নেতানিয়াহু-পুতিন বা চেঙ্গিস!!

তোদের মুখেই মানায় ভালো সুন্দর মানবতা
তোরাই উদার ইতিহাসে হবি হয়ত বা দেবতা!
ভবিষ্যতে তোদের মূর্তিতে হয়ত লুটাবে মাথা
জয় জয় বলে খুন ভোগ দিয়ে বলবে বিধাতা!!

কিন্তু জানিস ইতিহাস
কভু ছাড়ে নাই কোন পাপকেই
যেমন ছাড়েনি স্টালিন, লেনিন তোদের কোন বাপকেই!!
কত মহাজন শক্তিশালী ফেরাউন কি বা নমরুদ
মুছবে সত্যে এমন নেশায় ছিলো যে তারা খুব বুদ
পৃথিবীর সব ইতিহাস খুলে দেখলেই পাবি চিহ্ন
পারেনি তো কেউ সফল হতে সবাই ছিন্ন-ভিন্ন!
সত্যে জ্বলে ধীরে ধীরে ঠিক মিথ্যার বাড়ে বাড়
দিন শেষে দ্যাখ ভন্ডবাদীর হবেই হবে হার!!