জ্ঞান পাপীকে জ্ঞান দিল যে
তাকেই স্বীকার করে না
ভেঁড়ার দলের বাছুড় বাছা
খুশি যে আর ধরে না ।

জন্ম দিলো যে মা তাকে
আজকে বলে মূর্খ সে
পিতাকে সে তুচ্ছ করে
মারে তাকে চড় কষে!

অস্তিত্বই ছিলো না তার
দিলেন তাকে যখন আকার
নিমক হারাম জন্ম নিয়ে
চেঁপে ধরেন খোদারই ঘাড়!!
ধারে না সে কারোরই ধার
আলো কে সে বলছে আঁধার
এখন ব্যাটা জ্ঞান পাপী ।

অথচ সে শুণ্য ছিলো
স্রষ্টা দয়ায় ধরায় এলো
নির্বাকেরে দিলেন যখন
দয়া করে ভাষা
এখন হালায় যুক্তি খোঁজে
স্রষ্টা ছাড়া মুক্তি খোঁজে
মালিক থেকে বেশি বোঝে
ইতর সর্বনাশা!
প্রশ্ন করে এই দুনিয়ায়
এমনি এমনি আসা!!??