জানি আমি এক বেহুদা
তবু তোমায় চাই রে খোদা
পাইলে তোমায় আর কিসের ভয়
জীবন থেকে হতে জুদা ।।
মাফ করে দাও যত গুনা
পাপ চোখের আর কানে শুনা
মাফ করে দাও মাথার গুনাও
চিন্তা পাপের গোপন ক্ষুধা ।।
কেয়ামতের সব আলামত
প্রকাশিছে একে একে
থাকতে খোলা তওবারই দ্বার
মাফ করে দাও এই পাপিকে ।।
মরণ কালে শুকনা গলে
চাই তোমারি রহম সুধা ।।