এই দুঃখীরে দয়া করো
দয়াল খোদারে
তোমার প্রেমে বেঁচে আছি
আমি সদারে ।।
দাও)পথহারারে পথের দিশা
আলোহীনে আলো
আমি দয়াল চাইযে শুধু
ভালোবাসা ভালো..।।
তোমার ভালবাসা নিয়ে
চলবো আমি এগিয়ে
আমি দিলাম ওয়াদারে...।।
দয়া বিনে কে পাবে পার
বে'স্ত সে তোমার উপহার ।।
তোমার পিরিতে কেন্দে দু'চোখ
দুর করে দেয় মনের কাদারে...