কিছু কিছু অমানুষ লেগে আছে ধর্মের পিছে
কখন পা পিছলে পড়ে যায় ধার্মিক আর অমনি কি স্বর!
খিলখিলিয়ে ষোল জোড়া দাঁত বের করে অট্র হাসি হেসে
বলে ওঠে আহা ধর্ম!! আহা ধার্মিক!! আহা ঈশ্বর !!
পারলে না তো...লাগলো তো গায়ে কিছু কাদা!!!

এমনি এক দাদা আমি তারে বলি হারামজাদা!
যদিও তার ডিকশনারিতে ’হারাম’ বলে কিছু নাই
কারণ সে তো নাস্তিক সে মানবতার এক উদার ’গাই’
তার উর্বর মস্তকে হয় নাকি অধর্মের চাষ
তার চিন্তা চেতনা কবিতায় শুধু ধর্ম বিরোধী সব ঘাস
বহু স্যাটানিক জীবানুর বসবাস
তাই অতি স্বাভাবিক খেয়ে সে জল আর আদা
ধর্ম কি কি উপায়ে করেছে এই পৃথিবীর ক্ষতি
আর নাস্তিকেরা কত উদার মন কত সাদা!!
চলে কানাডার মন্ট্রিলে সেই গবেষণার গতি!!