গরুর পালে খাচ্ছে খামার-
ক্ষেত খেয়ে যায় ছাগল চামার
নিত্য সত্য ধান!
ভোপাল থেকে গো-পাল এসে
মিথ্যা বেশে সত্য ঘেষে দেয়
হিংসা শিং এ শান!
দান বোঝে না মান বোঝে না
বোঝে কালাচাঁন
ধর্মহীনে ধর্ম বোঝায় আজ
কাকের কন্ঠে গান!!
বিন্দু দানে সিন্ধু হলে
মুসলিম কিবা হিন্দু হলে
লজ্জা কেন পান?
উদারবাদীর খোদার কাছে
ভিক্ষা করে শোধার আছে?
আবার ফেরত কেন চান??
কান ধরে তোর দান দিবি কি?
মানব সেবায় জান দিবি কি?
ধর্মহীনার দিকেই কেবল
ধর্মহীনের টান
ধর্মভীরু মূর্খ নীরু
বোঝেনা তোর গীট্টাগিরু
বিশ্ব জুড়ে নিঃস্ব করে
নানান চালে শিষ্য ধরে
ফাঁদ পাতে সব খান??