জ্ঞানপাপী সব গোপাল মুকুল
বোঝে নাই কোন ধর্ম
চুন খেয়ে মুখ পুড়েছে বাছারা
ঠিক খুঁজতে গলদঘর্ম!!
ধর্ম যা বলেনি মূর্খ
না বুঝে তাই খাবে
নাস্তিকেরা তা দেখেই
তাকে ধর্ম মনে ভাবে!!
ধর্মে শুধু মানুষ নয়কো
ছোট্ট পিঁপড়ারও অধিকার
ক্ষতি না হলে কোরো না ক্ষতি
হোক প্রাণী এক কোষ!
ধর্মের নামে মিথ্যা বল্লে
সে কি ধর্মের দোষ?
না জেনে বুঝে করো যদি চাষ
ফসল পাবে কি? পাবে শুধু ঘাস!
না বুঝে সব ধর্মকে যদি
করো তুমি কটাক্ষ
তোমার বিষয়ে স্রষ্টার কাছে
আমরাও দেই সাক্ষ্য ।
বিজ্ঞান যেমন জীবন বাঁচায়
মারে ভুল ব্যবহারে
তাই বলে কি প্রয়োগ তার
আমরা দেবো ছেড়ে??
অস্ত্র বিজ্ঞান আনে নাই ধর্ম
ধর্ম এনেছে আত্বকর্ম
নিজেকে জানার প্রেম ।
ধর্মের নামে খেলা কেন
আজ আস্তি- নাস্তি গেম!?