চামচামির চেতনা চিরতরে চুলোয় যাক
হোক সে দালাল ভারতীয় অথবা পাক
অথবা অন্ধ অনুসারী অধর্মের না-পাক ;
যারা রাত দিন শোনে শুধু ধর্মের ঢাক
বাজাচ্ছে নিজেরাই বেসুরো যত কাক
যারা নিজেরাই আস্ত আবর্জনার তাক
তারাই ঢেকে রাখে সব দূর্গন্ধের নাক!
চামচারা চিল্লাক তাতে কি আসে যায়
ধর্মের;কর্মের কারণেই মানুষেরা পায়
সম্মান; সততার শৌর্য ধর্মেই মানায়
অধর্ম অপকর্মে অপদস্ত হতে চায়-
কা’রা? যারা বাঁচে জারজ ভাবনায় ।