বেহুদা বেক্কল এক প্যাচায় নানান প্যাচাল
পায়ে পড়ে ধর্মের সাথে লাগায় শধু ক্যাচাল!
ছ্যচড়ার জন্ম নিয়ে জাগে আজ সংশয় ঘোর
জারজ রোজ রোজ তোলে ধর্ম নামে শোর !
হযতো নাই শয়তানের কোনই বাপের ঠিক
নইলে ধর্ম নিয়ে ক্যান এত শালার হিরিক !
নিতুই ধর্ম নিয়ে না দিলে কোন অপবাদ
হয় না হারামজাদার না কি রে হজম ভাত!
হারামে আরাম পাওয়া বারোনারীর জাত
ঠিক ব্যাটা হবে সোজা পাইলে মত্যু স্বাাদ!!