এবার আমার পাগলা মন আগলা হলোরে
এখন আমি কি করিব তোমরা বলোরে।।
বন্ধু ছাড়া অন্ধ আমি চক্ষে দেখিনা
তারে ভালবাসি আমি সে তো মেকিনা
তবু বন্ধু বলে একলা চলোরে।।
তারে ছাড়া পথ চলিতে পাইরে আমি চোট
তার ভালবাসা ছাড়া জীবন খেলোরে হোচট
বন্ধু বোঝেনা তার বয়স ষোলরে।।