আমার) একতারাটা আর বাঁজেনা
ছিঁড়ে গেছে মনের ও তার
বধু আমার রাগ করেছে
বাপের বাড়ি যাবে এবার।।
আমায়) একলা করে
একলা ঘরে
ঘুম হবে না রে আর।।
আমার.................তার।।
আমি) বাউল মানুষ
আমার কি দোষ
তবু ঘন ঘন আবদার
সখ মেটাতে পারিনা তার
বোঝেনা তাও (পাগল)বধু আমার
বোঝেনা তাও (পাগল) মন আমার।।
আমার..........................তার।।