মন যে আমার বেজায় বেঘোর
বেজোড় নাহি থাকিতে চায়
মনের সাথে মন মিলাইতে চায়।।

মনরে আমি দিলে তালা
হয় যে সে আরো উতলা
উথাল পাথাল ঢেউ খেলিয়া যায়।।

চপল চঞ্চল মনটাকে তাই
বলি একটু স্থির হতে ভাই
জানি অস্থিরতার বাও লেগেছে গায়।।

মনরে বলি ওরে পাগল
তুলিওনা এতো শোরগোল
এমনি পাবিরে জোড়া
থাকিলে কপালটায়।।