বয়স তার ষাট পার
ভয়ংকর এক বাটপার
বাটখারাটা বানিয়ে নিলো সত্য মাপার
আঁধার মাপে কিসের জোরে? চাঁপার!
যুক্তি দিলে যায় খুলে তার কাপড়
প্রতিদিনই নেয় তবু সে ফাঁপর!
বলছি তোকে বাড় বাড়িস না
নইলে খাবি থাপর ।
কে বলেছে মাপতে তোকে
অসীম সত্যেটাকে?
কুঁয়োর ব্যাঙে সাগর সেঁচে
আকাশ নাচায় নাকে!!!