তোদের জন্য সমস্ত ধ্বংস
যেমন ধ্বংস ছিলো আবু লাহাবের জন্য
তোদের জন্য সমস্ত অংশ
যা রেখেছেন স্রষ্টা যা আযাব বলে গণ্য
তোদের জন্য সমস্ত আগুন
যা জাহান্নাম সূর্যের পেটে এখনো অক্ষুন্ন!

তোদের জং ধরা বিবেক
তোদের মরচে পড়া চিন্তা
তোদের জন্য লেলিহান ভবিষ্যতের দিনটা
ঘনিয়ে আসবে কাল
তোদের জন্য কবিতা হয় বাচাল
মহাকাল ধরে তোদের জন্য পাপ
আসলে তোরা জ্ঞানপাপী সব
আবু জাহেলের বাপ!
তোদের জন্য সমস্ত অভিশাপ!!