এসো প্রিয় নয়ন সমুখে
শান্ত ধীর চরণে,
ঘন নীল পরণে এসো
দীপ্তি ছড়িয়ে হৃদয় হরণে।
অংকিত নয়নে অতৃপ্ত তৃষা,
পুষ্পিত ওষ্ঠে মধুর সুধা,
কর্ণে, গলেতে নীলমনি ভূষণে
এসো দেবী-রূপ বদনে ।
ললাটে সূর্য তিলক, কপোলে আভা,
নাকেতে জ্বলজ্বলে তারকা পরিয়ে,
বসন্ত সমারোহে এসো কবরি সাজিয়ে,
রংয়ের মাধুরী নিয়ে এসো
নয়ন সমুখে, শান্ত চরণে,
হৃদয় হরণে ।