ভাঙছো? ভাঙো
ভাঙতে ভাঙতে ভাঙুক তোমার কালো হাতের বেড়ি
ভাঙছো? মাত্র এ কয়বার!
আরো ভাঙো,
আমি গড়তে প্রস্তুত আছি।

ভেবে দেখো, বুঝে নাও
যতবার ভেঙেছো ততবার গড়েছি
যতবার ভাঙছো ততবার গড়ছি
যতবার ভাঙবে ততবার গড়বো
এতে আমার ক্লান্তি নেয়, সংশয় নেয়
আছে শুধু প্রেম, মায়া, শিল্পের কোমলতা।

এসব তুমি বুঝবে না, ভাঙছো তো ভেঙে যাও
ভাঙতে ভাঙতে একদিন তোমার ভ্রান্ত হৃদয়-
চিৎকার করে ছুড়ে দেবে প্রশ্নবাণ,
কেনো?
সুন্দরের এক দেবী প্রকট হবে তোমার ভেতর
প্রশ্নে প্রশ্নে কুরে খাবে হৃদয়ের কুৎসিতকে।
কেনো? কেনো?

সভ্যতার এক মায়াকান্না ভেসে আসবে তোমার কানে
অসভ্য তোর শেষ কোথায়!
অসভ্য তোর শেষ কোথায়!
তাও তুমি বুঝবে না, তুমি কত অবুঝ ইতর!
কালকেউটে বিষ ছড়ায় তোমার শিরায় শিরায়
মঞ্চ থেকে মঞ্চে, শ্রবণে, মননে, পরম্পরায়।
বারোমাসি পাগল কুকুর তোমায় কামড়ায়
কঠিন ঘা বুকে জমিয়ে কাতরাও তুমি,
জলাতংকের ব্যথায় বেরিয়ে আসো ভাঙতে।
তোমার নিরাময় হোক।
ভাঙতে ভাঙতে ভাঙুক তোমার বিশ্রী মন,
বিশ্রী মুখোশ, ভাবনা ও চেতনার পিছুটান।

বোধের টানে উপড়ে যাক বিষমূল,
ভাঙাগড়ার খেলায় গড়ে উঠুক তোমার অনুভব
গড়ে উঠুক প্রশ্নের চোরাবালি- তোমার বুকে।
তুমি প্রশ্ন করবে আর ভেসে উঠবে মুক্ত হাওয়ায়,
ভাঙতে ভাঙতে ভেঙে যাবে তোমার ঘুমন্ত বোধ;
জাগরণ হবে তোমার, তুমিও হবে সুন্দর মানুষ।

এসো মানুষ হই, এসো মানুষ হই
মানুষ হয়ে জন্মেছি তো মানুষের হয়ে রই।