মানুষ বড় মাতালরে ভাই,
তাল কে করেছে বেতাল।
টাকলা মাথায় চুল চাই তার,
তাই যে তার কত ফালাফাল।
নাই যে তার পয়সার দাম,
নোটের জন্য করে সে অাকাম।
নোটের প্রতি এত লালছ তার,
মরিচের ঝালে করেছে ভেজাল।
মুষল দ্বারা হামলে পড়েছে,
হোল্ডলে করে নোট লুটেছে।
মনিষীগনের বেইল নেই আজ,
শোষকদের হাতে সব অধিকার।
জাগো জাগো বাহে জাগো,
আখিঁ মেলে চেয়ে দেখ।
কত সে দুর্নীতি বহে,
তোমারি দেশেরি বুকে।