অধ্রুব ভারসাম্যে দুলছে নিক্তির দু'পাশ
ঝুলে আছে হাসি-কান্নার নড়বড়ে অনুভব।

জীবন কি এক অদ্ভুত, অবুঝ শিশুর মত
কখনও মুক্তো ছড়ানো হাসি, তো;
কখনও অশ্রুজলে ডুবিয়ে দেয়া বেদনাবিধুর।
হতে পারে পূর্ণ নদীর বুকে অকস্মাৎ মরুপ্রদেশ
অথবা আকাশে জুড়ে একঘেয়ে লাল-নীল।

তবুও জীবন চলতে থাকে ভেলা কিংবা উটের পিঠে
আকাশের গায়ে বাতাসের সাথে নিদারুণ এক তালে।