নটরাজ দেবীকার হাত ধরিয়া।
নৃত্যমত্ত হয় তখন, থমকে ধরা!
সখীগন নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া।
বর্ষনের বহমানে, বজ্রপাতের মেলা!
ইন্দ্রদেব ভ্রম হইয়া আকুল ছুটে।
নটরাজ পাদপদ্মে নিজেরে লুটে!
আকুতি, মিনতি তবু প্রভু নাহি শুনে।
নৃত্যঘোরে মত্ত হইয়া নিজেরে ভুলে!
ইন্দ্রদেব জ্ঞাতার্থে দেবীকারী মায়া।
লুটায় নিজেরে দেবীকা পদ লইয়া।
দেবীকার স্বরণে আসে, ধরা কবলিত!
পাইনা দিশা নটরাজে রুখিবে কিহ?
নিজ হস্ত প্রস্তরিয়া নটরাজরে ধরে।
নটরাজ ভোলা রুপে দর্শনে তাহারে!
দেবগনে পুষ্প বৃষ্টি করত সময়।
ভজন করেনও সদা নটরাজ মন।