পাপড়িগুলো ঠিকই ঝরে পড়ে-
ঝরে না মালি গায়ের খঞ্জিত ক্ষতের চিহ্ন।
মালির উতলা তরী ভাসতে থাকে
এক ফোটা পানিতে ;
সে তরীর পাল নেই, নোঙর নেই;
আছে শুধু চাতকের অপেক্ষা-
ডুবে যাওয়ার, এক রিক্ত গোধূলে।