এক আধাঁরের বুকে সাড়ে তিন হাত
সাতঁরে ছিলাম।
                  কিছুই নেই ;
দুটো পথ গতাসু চোখে তাকিয়ে থাকে
অগ্নিদগ্ধ আর্তকগ্রস্ত রক্তপায়ের নিরয়ে,
পুষ্পে সুরভির অক্ষয়লোকের আঘ্রাণে ।
হেয়ালিপনার পাহাড় ভাঙে সমতলের গহ্বরে,
কোনো প্রশ্ন নেই, আছে শুধু জবাবদিহিতা।

এই বুঝি পরমেশ্বরের একক স্বত্বা ;
নিশ্চুপ দাঁড়িয়ে আমার কর্মের কাঠগড়া।