মন্দিরের ভেতর পূজারি দেখিনি
পূজারির ভেতর দেখেছি মন্দির ।
মসজিদের বিলাসবহুল কেরামতি পিলার কি!
দেখেছি ঈমানী ইমামের নিষ্কলুষ হৃদয়।
সুবিশাল গির্জায় আমার কিছুই দেখা হয়নি
দেখা হয়েছে পাদরির সুরভিত মানব মন।
জমকালো প্যাগোডার মাঝে কি আছে জানা নেই
তবে ভান্তের নিশ্বাসে পেয়েছি কস্তুরীর ঘ্রাণ ।
যা দেখেছি, যা পেয়েছি সবই মানুষের মাঝে
শঙ্খের শুদ্ধ ধ্বনি কোথায় বাজে!
কোথায় বাজে আযানের পবিত্র সুর!
গিয়ে দেখি বাজে না, মানুষই তাদের বাজায়
আমার জানার ইচ্ছা ঈশ্বর আর কতদূর!
আর কতদূর!
এক নিরাকার বিশ্বাস দেখিনি
দেখেছি ক্ষুধার্ত ছোঁড়ার সুকুমার ভুখ ।
রংধনুর সাতরঙা রঙ দেখেছি ;
দেখেছি রক্তে একরঙা লাল কৃষ্ণচূড়ার ফুল,
দেখেছি এক ক্লান্ত, জীর্ণ মুখ।
আমি আজও ভবঘুরে, ইচ্ছা শুধুই জানার
ইশ্বর আর কতদূর! আর কতদূর!