সব শেষটুকু যদি বসন্তের মতই সুন্দর হতো
তবে গ্রীষ্মের খরতাপে জীবন জ্বলে উঠতো না।
গোলাপের জন্য নিয়ত বেয়ে গেলাম গোলাপের গাছ
এই দেহের ক্ষত-বিক্ষত চিহ্নাদি তার প্রতীক ;
অথচ, মগডালে সেইদিন ফুল ফোটেনি
এমনও হল ফুটে তা পচে গিয়েছে।
বেহুলার ভাগ্যদোষে আমিও দূষিত হলাম।
হে বিধাতা!
তবে কি তুমি এই দেহের কান্না বুঝলে না?
জীবনের শেষে দিলে না একটু ফুলের সান্নিধ্য
তাই এই জরাজীর্ণ দেহ ফেলে আমি আসছি।
আমি আসছি তোমার কাছে অকলঙ্ক বসন্তে
আর ফিরবো না বিদগ্ধ গ্রীষ্মের খরতাপে।