মাথাসব গিয়ে ঠেকায় পায়ের গোড়ালি
চেতনার বাজারে ভীষণ আকাল চলে;
কতকিছু পাওয়া যায়না, কতকিছু চাওয়া পাপ
একটু শুদ্ধ প্রেমের ছোঁয়া নেই,
নেই অন্তরসত্য কথা ;
ফুলের গায়ে নেই আকুলতার সুগন্ধ,
কতদিন হাসে না নিষ্পাপ শিশুর মুখ।
দিবস অন্তে, আঁধার রাত্রি -
আঁধার হয়ে ওঠে প্রিয়।

চেতনার বাজারে ভীষণ আকাল চলে
মাথাসব গিয়ে ঠেকায় পায়ের গোড়ালি।