বৃক্ষের মত প্রতিনিয়ত বেড়ে ওঠা
শাখা-প্রশাখায় ছড়িয়ে দেয়া একটি সংসার।
দুঃসময়ের ঝড়তুফানে ভেঙে পড়ে ডালপালা
কৈশোর, যৌবন, বাধর্ক্যের মত ঋতুর আসা-যাওয়া;
রূপ পাল্টানো, সুর পাল্টানো, কথা পাল্টানো।
শরীরজুড়ে কিছু পরগাছার জন্ম
পাখি ও পথিকের নিত্য চরণ-চারণ।

সারাদিনের ক্লান্তি নিয়ে হয়ে পড়ে মরমর
পাকা পাতা ঝরে যায়, ডালপাড়া মাটি ছোঁয়
পৃথিবীকে সাক্ষী রেখে ঢলে পড়ে মাতৃক্রোড়ে
সাথে থাকে আকাশ ছোঁয়ার মিথ্যা কিছু প্রলোভন।