অদম্য এই মনের গতি নেই
ক্ষণিকের আগেই ছুটে চলে দূর থেকে দূর
পৃথিবী থেকে আকাশ,
মহাকাশ কিম্বা নিশ্চুপ শূণ্যে।
ভাবনার ভেলায় ভাসা মন বিরামহীন যাত্রী
মানে না দুর্গম পাহাড় বা অতল সাগরের হুংকার।
মন থেকেই সৃষ্টি পৃথিবীর যত পথ
এই মনের পথ তৈরি হয় আপনে, আনমনে।
মনের পথে নেয় দ্বিধা বা আবদ্ধের ভয়
এই যে মানুষ মনের খাঁচায় বন্দি তাও স্বাধীন।
তাও যেন কত দুর্দমনীয়, দুর্নিবার।