পাথরে বেঁধেছে বুক
বুকের ভেতর জেগে ওঠে সফেন স্রোত।
এ'কূল ও'কূল ডুবিয়ে দেয় উত্তাল সুরে
থমথমে বাতাসে ভেসে আসে
                    - জীবনের উপনাম বিষাদ।
শুশুকের চোখ যেন বিদায়বেলার সূর্য
সবকিছু সত্য সবকিছু মিথ্যে --
জোনাকির আলো খোঁজে জীবনের সূত্র,
কেনো আলোতে তার আলো নেই!
তবে আঁধারেই জীবন, আঁধারেই আলোর দিশা।
দুঃখকে মেনে নিয়ে জোনাক বলে
  - আঁধারের অগোচরেই জীবনের বহুরূপী তত্ত্ব।