তোমার নামাঙ্কিত কলেজে কেটেছে আমার যৌবন
প্রতিদিন কলেজে ঢুকে দেখা হতো তোমার মূর্তির সাথে,
সেই কবে প্রথম অক্ষর জ্ঞান এসেছিল তোমার হাত ধরে
পরে তোমাকে জেনেছিলাম এক সাদা কালো সিনেমাতে
তবে সাগরের গভীরতা অধরাই থেকে গিয়েছিলো বহুদিন
অন্ধকারাচ্ছন্ন সমাজে পরম ব্রহ্মের দ্যুতি নিয়ে তোমার আবির্ভাব
তোমার আলোকে আলোকিত হয়েছিল গ্রাম থেকে শহর
তোমার জেদের কাছে হার মেনেছিল ব্রিটিশ রাজ থেকে সমাজপতি ব্রাহ্মণ
আজ 200 বছরেও তোমাকে ভোলেনি বাঙালি
শুধু ভুলে গেছে " কথামালার" তোমার উপদেশগুলি ll