তুমি যে বার বার  আসছো  ধেয়ে আমার কাছে
পেরেছ নাকি চিনতে আমায় ঊর্মিমালা?
আমি যে এসেছিলাম অনেক বছর আগে,
কত সন্ধ্যা কাটিয়েছি একসাথে এই তটে,
রবি যখন উঠতো জেগে তোমার কোল  থেকে
কি অপূর্ব লাগতো তোমায় ঊর্মিমালা,
ক্লান্তি আমার ধুয়ে যেত তোমার দর্শনে
ছুটে যেতাম তোমার বুকে তীব্র আকর্ষনে
চাইতাম না ছাড়তে তোমায়  -- আমার মন থেকে
তবুও আমায় ফিরতে হতো পিছন পানে  চেয়ে
তোমার শব্দে মনে হতো
হয়তো তুমি ডাকছো আমায় -আমার নাম ধরে
সেই ডাক আমি আজও ভুলিনি- তাই তো এলাম চলে
আমি হারিয়েছি আমার যৌবন এতদিনে-
তুমি আজও আছো সেই চঞ্চলা চিরযৌবনা আমার উর্মিমালা --
তোমার বন্ধু নদীরা কেমন আছে?
ওরা যে আসতো, মিষ্টি জল নিয়ে
তোমার কাছে- তোমার তেষ্টা মেটাতে,
তোমার থেকে জন্ম নিত কত মেঘের দল-  
ভেসে বেড়াতো ওরা আকাশে- বৃষ্টি হয়ে পড়তো ঝরে পৃথিবীর বুকে।
কেমন আছো ঊর্মিমালা?
তুমিও তো পারোনি ভুলতে আমাকে,
তাই তো তুমি আসছো ফিরে বারে বারে আমার কাছে ,
ভালো থেকো বন্ধু আমার - আবার আসবো ফিরে!