ফুলের মধু খেতে , ওরা যায় যে সীমা পারে
কি শাস্তি পাবে বলো, তোমার বিচারে ?
আকাশ জুড়ে ছড়ায় যে আলো, করছে শ্যামল দেশটাকে
কি শাস্তি দেবে বলো, কে বসবে বিচারে ?
বাতাস পাখী দিচ্ছে ফাকি
কেমন ভাবে রুখবে বলো ?
নদীর জলে বাঁধ দিয়ে ভাই
তাকেই কেবল বন্দী করো।
কেইবা তোমার রাখতো খবর,কেবা আসতো সাহায্যে
থাকতো যদি কাঁটার বেড়া,সীমানা জোড়া
ইটের পাঁচিল সভ্যতারই সূচনাতে?
দ্বার খুলে তাই বাইরে এসো, এসো দু বাহু বাড়িয়ে,
আছে যত সীমা হোক না বিলীন, থাকো সবাই আনন্দে॥