মাথা উঁচু করে আকাশ ছোঁয়ার চেষ্টা করেছো বারে বারে
দুর্বিনীত রাষ্ট্রশক্তির মত ওরাও চায় নি
তোমরা দাঁড়িয়ে থাকো মেরুদন্ডের জোরে,
বারবার আঘাত করেছে ওরা
গুঁড়িয়ে দিয়েছে তোমাদের মাথা
কাউকে আবার উৎপাটিত করেছে চিরতরে,
তবুও তোমরা মাথা তুলে দাঁড়িয়েছ প্রতিবারে,
সরাতে পারেনি তোমাদের কর্তব্য থেকে l
আজ গিয়েছিলাম তোমাদের দেখতে
জানিনা কাল আর দেখা পাবো কিনা
তোমরা কি জানো কী বিপদের মধ্যে আছো তোমরা?
একবারের জন্যও দেখতে পাইনি তার কোনো বহিঃপ্রকাশ তোমাদের মধ্যে
মৃদুমন্দ বাতাসে তির তির করে নড়ছিল তোমাদের পাতা
বারবার জানান দিচ্ছিল তোমাদের খুশি
কেউবা আবার হেলে পড়ে ছিলে আরেকজনের গায়ে
যেন গভীর আলিঙ্গনে আবদ্ধ হয়ে বলতে চাইছিলে কোন গোপন কথা
বারবার আমার মনে হচ্ছিল মানুষ কেন শেখে না তোমাদের থেকে
নিশ্চিত মৃত্যু জেনেও মেরুদন্ড সোজা করে জানান দিচ্ছ তোমাদের উপস্থিতি,
সামান্য ভয় স্পর্শ করতে পারেনি তোমাদের
কষ্টে আমার বুক ফেটে যাচ্ছিল,হাজার হাজার লোককে সরানো হয়েছে নিরাপদ স্থানে,
বিপর্যয় মোকাবিলা করার জন্য গঠিত হয়েছে কত দল, কিন্তু তোমাদের বাঁচানোর জন্য?
হয়তো তোমাদের কাউকে হারাতে হবে কালকে কারো বা হবে অঙ্গ ছেদন
তবুও জানি তোমরা মাথা তুলে দাঁড়াবে আবার
ঘোষণা করবে তোমাদের অপরাজেয় মনোভাবের
আবার তোমাদের ফুলে ভরবে শাখা
সময় মেনে আসবে সুমিষ্ট ফল
নতুন জীবনের আনন্দে মেতে উঠবে আবার ll