নিজের অজান্তেই হয়ে গেছি আমরা নেশাগ্রস্ত
এ নেশার কোন বয়স নেই, ধর্মের কোনো ভেদ নেই
নেই কোনো বাধা নিষেধ
শুনতে হয়তো লাগছে খারাপ
আমরা আজ নেশাগ্রস্ত l
ট্রেনে বাসে বাড়িতে -যেখানেই যাও সবাই খুব ব্যস্ত
হাতের তালুতে শক্ত করে ধরা যন্ত্র
কেড়ে নিচ্ছে ওরা আমাদের বহু মূল্য সময় প্রতিনিয়ত
এটাই তো চেয়েছিল ওরা-আমাদের জীবনের ওপর করতে প্রভুত্ব,
ওরা হয়েছে সফল - আমরা আজ নেশাগ্রস্ত l
আমরা হারাচ্ছি মনুষত্ব প্রতিনিয়ত - সম্পর্কে ধরছে চিড়
নতুন প্রজন্ম যারা দেখতো স্বপ্ন সমাজ বদলের
তারাও আজ মেনে নিয়েছে ওদের দাসত্ব,
এই ফাঁদ কেটে বেরোতেই হবে তোমাকে আমাকে
অনেক কাজ আজও যে বাকি রয়ে গেছে
শুধু আমাদের জন্যে, পৃথিবীর প্রয়োজনে ll