পাখিরা সব করছে খেলা
গাছের ডালে ডালে
মালির অভাব দিচ্ছে জানান
গাছ ভরে আছে ফুলে
মাঠের ফসল মাঠেই ঝরে
চাষা আজ বসে ঘরে
লকডাউনে বদ্ধ জীবন
কেউ জানেনা কাটবে কখন
সংখ্যা নিয়ে চলছে লড়াই
প্রকোপ কমার নেইতো বালাই
পুড়ছে মানুষ ধাপার মাঠে
কেউ জানেনা কী যে হবে
সবাই আজ প্রমাদ গোনে
ঘরে বসে আপন মনে,
স্বপ্ন দেখে গ্রামের চাষা
চলবে আবার গাড়ির চাকা
ফিরবে ছন্দে জনজীবন
বসবে বাজার আগের মতোন
শ্রমিক খোঁজে কালো ধোঁয়া
মেঘে ঢাকা আকাশ মাঝে
থাক না তোলা "ওরা আমরা"
বিভেদ ভুলে এসো এগিয়ে
এইতো সময় প্রমাণ করার
"মনুষ্যত্ব" তোমার আমার ll