পাখি তোর নেই সীমানা
তবে কেন এখানে থাকিস?
গুলির শব্দ বোমার আওয়াজ
তুই কি বড় ভালবাসিস?
দেখ না খুঁজে এমন দেশ
থাকবে না ব্যাধ হিংসা দ্বেষ
আমি তোর সাথে যাবো
তোর গানেতে প্রান জুড়াবো
ঝর্ণা পাহাড় নদীর কাছে
আমার কবিতা পড়ে শোনাবো l
পাখি তুই যা না চলে
দূর অজানায় গহন বনে
সেখানে তোর থাকবেনা ভয়
ধর্মের নামে বিভেদ টেনে l
পাখি তুই গাস যে গান
সকাল হলে মন খুলে
এবার তোর গানের গলা
হবে রুদ্ধ আইন মেনে
তাইতো বলি যা না চলে
দূর অজানা গহন বনে
সাথে নিস বন্ধু ভেবে
যাস না ফেলে মানুষ বলে ll