তারকার যখন যায় গো পরলোকে
পাতা জোড়া খবর আসে ভোরে
ভালো মানুষ হটাৎ চলে গেলে
চোখের জলে বিদায়ই কেবল মেলে l
কটা লোক চেনে তাঁকে নামে !
বিন্দু বিন্দু জল যেমন সাগর গড়ে,
তাঁকে না হয় একটা বিন্দুই ভেবো এই ভবের সাগরে,
মেরুদন্ড বলে যদি সমাজে কিছু থাকে
তবে তাঁকে মেরুদণ্ডের একটা অংশ ভেবো l
মেরুদণ্ডের হাড়গুলো যে ক্ষইছে দিনে দিনে,
তাই তো লাগে ভয়
ভালো মানুষ কোথায় খুঁজে পাবো?
নোট : গতকাল 28.06.19 আমার শশুর মশাই গত হয়েছেন, তাঁর উদ্দেশ্য এ আমার এই লেখা l