কদিন হলো লিখছি আমি "বাংলা কবিতা ডট কমে"
ভাবিনি কখনোও প্রকাশিত হবে পৃথিবীর কোনো খানে
আমি তো পারি না লিখতে কবিতা,কবিদের মতো করে
আমি যে বলি মনের কথা আমার মতো করে,
তাকেই শোনাই কবিদের কাছে যখন ইচ্ছা করে l
আমি যে পাই না খুঁজে ভারী ভারী শব্দ
অলংকার আর উপমা সে তো দূর অস্ত,
আমি যে লিখি মনের কথা হাজার কাজের মাঝে
কবিতার যে এতো ভাগ আছে কটা মন তা জানে?
তাই বলি "কবি"বলো না আমায়, লজ্জা বড় লাগে l
আমি দেখি কত কবিতা প্রতিদিন লেখে কত লোকে
আমার লেখা আসে আনন্দে ও শোকে
বারো ঘন্টা চার দেয়ালে থেকে
আনন্দকে আর পাই না কাছে
কখনো সখনো মজা করতে এলে
তবেই আমি লিখি খেলার ছলে ll