শোন শোন গুণীজন শোন দিয়া মন
বিচিত্র দেশের কাহিনী এক করিব বর্ণন –
শতকোটি সন্তান যে মায়ের সম্পদ
সেই দেশের আজ বড়ই বিপদ,
দেশের জন্য আইন আছে
আইন ভাঙলে ফাইন আছে,
রক্ষা করা যাদের কাজ
তারাই বেচে আইন আজ,
দোষের লিষ্ট লম্বা যত
দিতে হবে মূল্য তত,
গনতন্ত্রের মুখোশ এটে
দেশ চালায় সব ভন্ড লোকে,
কেউ ভাবে না দেশের কথা
পকেট ভরাই শেষ কথা,
দেশের শাসন যার দখলে
আইন নাচে তার আঙ্গুলে,
বিরোধ যত গভীর হবে
আইন তত কঠোর হবে,
যার কাছে পয়সা আছে
নিজের মতো আইন আছে,
হে গুণীজন
অসহায় জেনো আজও
দেশের মানুষজন,
বাধ্য হয়ে মানছে তারা
ওদের শর্ত ওদের শাসন॥