রাতের গন্ধ
--------------------#বাসব রায়
পাথরচাপা বুকের গহীনে ভালোবাসার ফুল ফোটে
যেটা না ফোটার কথা ছিলো ৷
সহজ সুতোয় বাঁধতে গিয়ে
অজস্র গিটের চাপে আর মালা গাঁথা হয়নি
তবুও তুমিই এলে অবশেষে - ৷
পাথরচাপা মনে ঝর্ণার গান বেজে ওঠে
চঞ্চল চোখে তখন পিপাসার আর্তি
বিচ্ছিন্ন ফুলগুলো সতেজ হয় ধীরে ধীরে ৷
আলিঙ্গন স্পর্শে স্পর্ধা বেড়ে যায়
অন্ধকার রাত সাক্ষী হয়ে থাকে
ছায়াপথ মিলিয়ে যায় বৈশাখী তাণ্ডবে
মিলিয়ে যায় না পরিত্যক্ত পাঁপড়ির গায়ে
লেগে থাকা রাতের গন্ধটুকু -৷