মুগ্ধ বাসনা
------------------------#বাসব রায়


যদি বরষা হতে -
কদমের মঞ্জুরী খুলে চেয়ে দেখতাম ৷

যদি ফাগুন হতে -
   শিমুলের বনে পথ হারাতাম ৷

হতে যদি শরৎ -
   কাঁশের ছোঁয়ায় মন ভোলাতাম ৷

হেমন্তের সোনালি রোদ্দুরে নবান্নের গান শোনাতাম ৷

শীতের পরশে কুয়াশার ঘোরে মন্ত্রমুগ্ধ হয়ে
জড়ায়ে নিতাম বুকে ৷

হতে যদি বৈশাখ -
   বরণের ডালি দিয়ে অপেক্ষা করতাম অবিরাম ৷