ঝর্ণার স্বরলিপি বেয়ে
--------------------------------#বাসব রায়
কামনায় জর্জরিত ঠোঁটগুলো একাধারে ছুঁয়েছে তোমার নিষ্পাপ ঠোঁটদুটো
ওরা সময়টাকে কিনেছিল দামে
দমবন্ধ তুমি শুধুই পণ্য ছিলে -
তোমার আকাশভরা উপবাসী ঠোঁটের গভীরে প্রতীক্ষা ছিলো প্রেমের ৷
সরিসৃপ ছায়াপথ নেমেছিল তোমার চোখে
মধ্যরাতের মদ্যপ খেয়ালে
বিস্ফোরিত দৃষ্টিতে ছিলো আগুন আর আগুন -----
রক্তজবার পাঁপড়িজুড়ে প্রজাপতির নিঃশ্বাসে যমে আর মানুষে ছিলো বিস্তর টানাটানি -৷
অন্তর্দাহের যন্ত্রণায় পুড়ে পুড়ে ছাই হয়ে তুমি উর্বশী বা কিন্নরী তখন ;
সৌম্যদর্শন দেবতা তোমারই পথ চেয়ে
তুমি দহনসিদ্ধ প্রিয়তমা , যেনো
নির্মোহ আলিঙ্গনে পাহাড়ী ঢল নামে ঝর্ণার স্বরলিপি বেয়ে বেয়ে - ৷