যা আমার পাওনা ছিলো
------------------------------------#বাসব রায়
ভালোবাসাবাসি অনেক হলো অনেক
এখন অবসাদ অপরাহ্ন
গোধূলি কেমন চেয়ে আছে অপেক্ষায় হাত ধরবে বলে
সুন্দর গোধূলি , ভালোলাগার গোধূলি -৷
আমি যেমন একা তুমিও ঠিক তেমনি একাকী , কেউ কারো অপেক্ষায় আজকাল আর এতটুকু সময় ফেলে দেয় না
শুধু অপেক্ষা করে গোধূলি , মায়াবী রক্তিম আশ্চর্য ভালোলাগার -!
খরচের খাতাগুলো কেউ দেখবে না
জমার ডায়রিটা সকলেই খুঁজবে
ব্যাংক একাউন্ট , ডিপোজিট , ইনস্যুরেন্স , এমটি কার্ড ইত্যাদি ----
সংসারটাকে আগলে ধরে খুব আপন ভেবে নিয়েছিলে
ভোর থেকে সন্ধ্যা এমনকি রাত অব্দি জেগে থাকা সন্তর্পণের চোখ
সবকিছু ঠিকঠাক আছে তো -!
আমার বেহিসেবি খাতায় অস্পষ্ট আঁকিবুকি
নানারকমের পেন্সিল আর্ট
জবাফুল আঁকতে গিয়ে শেষে ওটা কোন ফুলই হয়ে ওঠেনি -
আজও হাসি পায় বড় - ৷
আমি গোধূলি যেদিন ছুঁবো
পৃথিবীর শেষ আলো যখন আমার চোখ বুলিয়ে যাবে
সেদিন আরও একা হবে তুমি --
হয়তো মনের অজান্তেই একটা ক্ষীণ দীর্ঘশ্বাস তোমার উপহার হিসেবে বেরিয়ে আসবে যা আমার পাওনা ছিলো - ৷