বাসস্থান এবং লড়াই
------------------------------#বাসব রায়


পিতা প্রপিতামহের ভিটে অথচ
নাড়ীপোতা ঠিকানার দখল নেয় পশ্চিমের একদল উদ্বাস্তু
উদ্বাস্তুরা ধীরে ধীরে শক্তিশালী হয় এবং একদিন জন্মান্তরের ভূমি থেকে উচ্ছেদ করে ভূমিপুত্রদের -

রক্তের স্রোতে ভেসে যায় ভিটে আর বসতবাড়ি , অনিশ্চিত হয় জীবনের সবকিছু
অমানবিক দখলদারেরা অমিতশক্তির বাহক হয়ে জমির দখলে মরিয়া ----

সত্তর বছরের জমাট দীর্ঘশ্বাসে লেখা আছে মৃত্যুর মিছিলের নাম , বুলেটে বুলেটে ক্ষতবিক্ষত মানচিত্র -

বিশ্ব নীরব দর্শক হয়ে উপভোগ করে রক্ত রক্ত খেলা
দেয়ালে ঠেকে যাওয়া পিঠ বাঁচাতে মরিয়া  ভূমিপুত্ররা লড়াই চালিয়ে যায় -
এতো রক্তের দাম ওরা পাবে কোথায় !

একদিন সুন্দর প্রভাত আসুক ওদের জীবনে
ওরাও একদিন জীবনের অর্থ পাক খুঁজে-৷