আজ সত্যি ভোর হয়ে গেলো প্রিয়তমা
সূর্য মামার রৌদ্র তলে নতুন রূপে
সবাই আজ দেখবে আমায় বদলে যাওয়া
সপ্তনীলের অন্য রূপে সুপ্রভাতে।
শিশির মাখা দূর্বা ঘাসে ভাব জমাবো
ভালোবাসার নতুন মনে ক্লান্তি ভুলে
মুচকি হেসে আরাল করায় হবে আমার
ফেলে আশা দিন গুলো ভুলে গিয়ে।
প্রভাত ফেরীর কাছে আমি বলবো কথা
নতুন ভাগে গুছিয়ে নেওয়া যুদ্ধ জয়ের গল্প কথা
গানে গানে শুনতে পাবে আমার দেখা প্রথম ভোর
যা আমার বাচতে শেখায় স্মৃতি ভুলে।
আমি ঠিক আসবো আবার তোমার কাছে
নতুন করে সফলতার গল্প নিয়ে
হয়তো আমি তোমার থেকে দূরে রবো
ভালোবাসা লুকিয়ে রেখে আমার মনে।
এক গুচ্ছ কৃষ্ণচূড়া আনবো আমি সাথে
আগের মতোই তোমার হাতে দেবার জন্য
দেখবে তুমি কেমন করে শোভা পায়
আমার হাতেই কৃষ্ণচূড়ার ভালোবাসা।
হাসতে হাসতে বলবো আমি বিশ্ব জয়ে
ভালোবাসায় সিক্ত করা নানা রকম মিথ্যা গুলো
তোমায় আমি দেখিয়ে দিবো প্রিয়তমা।
আজ আমি তোমায় দিলাম মুক্ত করে
মিথ্যা মিথ্যা ভালোবাসার দায় থেকে
আমি হাসি মুখে বলবো কথা তোমায় নিয়ে
আমার হৃদয় দিয়ে তৈরি করা কালো মেঘের মাঝে।