আজ আমি বড্ড একা শতরূপা
চোখের কোনে কালচে রং এ কাজল মাখা
আজ আমার জীবন মাঝে, শুনছ তুমি
সবাই বলে চোখের জলে এমন রূপের কারন বটে।
আচ্ছা শতরুপা একটি বারও কি জানতে চেয়েছো
কি কারনে তোমার থেকে দূরে আমি
সারা দিন তোমায় নিয়ে ভেবে ভেবে এখন আমার সময় কাটে
তোমার দেওয়া সাদা রুমাল, সব সময় সংগে থাকে
এখন আর ওটা সাদা নেই একটু খানি লালচে রঙ্গের
মনে আছে আমি যখন কাশি দিতাম আমার মুখে হাত দিতে
আজ আমি তুমি ভেগে রুমাল খানা মুখে দেই
তাই তো এখন লালচে রঙ্গের হয়ে গেছে
আচ্ছা যখন আমি তারা হবো তোমার নামে পোষ্ট যাবে
তখন তুমি জেনে নিও তোমার থেকে দুরে যাওয়ার কারন খানি।
আমি এখন ভালোই আছি বদ্ধ ঘরে
তোমার থেকে দুরে আসার পড়ে
শুনছো একটু খানি মুচকি হেসে ক্ষমা করো
আমি যখন তারা হবো আর ডাইরি খানা পরবে যখন তুমি।
শতরূপা তোমায় আমি ভালোবাসি আগের থেকে অনেক খানি
তোমার যখন ছেলে হবে, তার নামটি দিও সপ্তনীল
তোমার পাশে ছায়ার মতো রয়ে যাবো তারা হয়ে।