আজ বড় ই ক্লান্ত আমি পৃথিবীর বুকে
হাহাকার হৃদয়ে আমার শূন্যতার হাতছানি
এটাইকি বাস্তবতা এটাই কি সততার গ্লানি
আমার ভেবে চলা মনের মাঝে এটাই আজ বেচে থাকার এক মাত্র চাহুনি।
হাহাকার জীবন চলাই থমকে যাওয়া
একমাত্র হতভাগা পৃথিবী পুত্র আমি
ভালোবাসা হলো আমার ক্রান্তি চলার পথে
আজও আমি বলে চলি ভালোবাসি, অস্পর্শী লাবন্যিয়া তুমি।
যেদিন তোমার মনে হবে ভালোবাসার যগ্য আমি
চলে এসো এই হতভাগা পৃথিবী পুত্র বুকে
হাহাকার হৃদয় আমার পূর্ণ হবে তোমার স্পর্শে
ক্লান্তি কালের অবসানে পূর্ণ হবো আমি।
তুমি আজ অনেক বড়, সফলতার মাঝে
যানি অযগ্য  আমি লাবণ্যিয়া, তোমার স্বপ্ন মাঝে
সফলতায় শীর্ষ তুমি বিশ্ব জুরে আমার থেকে
তবুও তোমায় ভালোবেসে যাবো হারমানা জীবন জুরে।
তোমার হাসিতে থমকে যাওয়া আমি
কেমন যেনো বদলে গেছি জীবন চলার পথে
নতুন ভোরের স্বপ্ন নিয়ে তোমার শূন্যতায়
পৃথিবী পুত্র ছন্নছাড়া হৃদয় বিহিন আমি।
তুমি আমার কাব্য রূপে বিশ্ব মাঝে নতুন সাজে
সফল নারীর চিত্য হয়ে পথ দেখাবে
ভালোবাসার ঢেও খেলাবে মুচকি হাসি হেসে
সারা জীবন সফলতার সুঘ্রাণে।
আজ আমি বলে দিলাম তুমি আমার কাব্য বটে
সূর্য চন্দ্র, সন্ধ্যা তারা শাক্ষি রেখে
পৃথিবী পুত্র হয়ে আমি রয়ে যাবো হাজার বছর
তোমার চলা পথের মাঝে গল্প হয়ে।