আমি একদিন ছাত্র ছিলাম এক সময়ে
বই খাতা আর ব্যাগ ঘারে, নতুন নতুন স্বপ্ন নিয়ে
এগিয়ে চলার ব্রত মনে, বাবা মায়ের স্বপ্ন ছিলো মানুষ হবো
শিক্ষালয়ে গিয়ে দেখি নানান কথা
র ্যাগিং আর রাজনীতিতে শিক্ষা ভরা
রাষ্ট্র যখন মিছে মায়ার আসা দেখায়
হতাস মনে থমকে দাড়ায় ছাত্র জীবন
হঠাৎ কেনো বুলেট এলো আমার বুকে
স্বাধীন দেশে স্বাধীন ভাবে বাচতে চাওয়া
এটায় হলো কাল বৈশাখের দমকা হাওয়া
শহীদ কেনো নাম লেখাবে বাবার বুকে
মায়ের চোখে জল এসেছে স্বাধীন দেশে
রাষ্ট্র কেনো দায় এরাবে স্বাধীনতা চায়ছি বলে।
স্বাধীন দেশে রক্ত কেন, সঠিক চাওয়ায়
এ দায় কে এরাবে জাতির কাছে জানতে চাওয়া
আমার বাবা আমার মায়ের অশ্রুমাখা নয়ন মাঝে
রক্তে ভেজা ভাই বোনেদের আর্তনাদের
এ দায় কে নিয়েছে, স্বাধীন দেশে আমার ভাই শহীদ কেনো হবে।